খাগড়াছড়ি রামগড়ের একসঙ্গে ৪ সন্তান প্রসব করেছেন গৃহবধূ ফারজানা আক্তার। ভূমিষ্ট হওয়া নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চার সন্তান প্রসব করেন।
গৃহবধু ফারজানা আক্তারের রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী ।
চিকিৎসকেরা জানান, চার নবজাতককে ‘নবজাত নিবিড় পরিচর্যা ইউনিটে’ (এনআইসিইউ) রাখা রয়েছে।
আলমগীর হোসেন জানান, শুরু থেকেই তার স্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এই সময় তিনি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চিকিৎসক রোকসানা বেগম স্বপ্না বলেন, তার তত্ত্বাবধানে চার শিশুর জন্ম হয়েছে। বিষয়টি তার জন্য ভীষণ আনন্দের। শিশুদের মা সুস্থ আছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
গঙ্গাচড়ায় কিশোর কিশোরী ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়াপ্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
রংপুর বিভাগ চালের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ
সাপাহারে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে নবাগত ইউএনও সেলিম আহমেদ