পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে, খুলেছে দোকানপাটও। তবে খাগড়াছড়ি জেলা সদর, পৌরসভা ও গুইমারায় এখনো ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের আট দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দেয় জুম্ম ছাত্র-জনতা।
অবরোধ স্থগিতের পর খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম ও রাঙ্গামাটি রুটসহ বিভিন্ন দূরপাল্লার সড়কে যান চলাচল শুরু হয়। দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরা মানুষদের পাশাপাশি যারা আত্মীয়স্বজনের বাড়িতে আটকা পড়েছিলেন তারাও গন্তব্যে ফিরতে পারছেন। শহরজুড়ে মানুষের উপস্থিতি বাড়ছে, অচলাবস্থা কাটিয়ে ফের প্রাণ ফিরে পাচ্ছে খাগড়াছড়ি।
তবে ১৪৪ ধারা বহাল থাকায় জেলা সদর ও গুইমারায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে কঠোর নজরদারি চলছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ জানিয়েছেন, ‘১৪৪ ধারা জারি থাকলেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানুষের যাতায়াতে কোনো বাধা দেওয়া হচ্ছে না। পুলিশের প্রতিবেদনের ওপর ভিত্তি করে শিগগিরই এ ধারা প্রত্যাহার করা হতে পারে।’
এনএনবাংলা/
আরও পড়ুন
সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
টোল আদায়ে অনিয়মে হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
পশ্চিমবঙ্গে ফের মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ, মমতার মন্তব্যে নতুন বিতর্ক