খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২১টি দোকান।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বাজারের একটি কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত হয়।
ব্যবসায়ীরা জানান, গভীর রাতে বাজারে পানির হাউস সংলগ্ন গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুনে ছড়িয়ে পড়ে। আগুন লাগার ২০ মিনিট পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। আধা ঘণ্টার কম সময়ের মধ্যে অন্তত ২১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ব্যবসায়ীদের অন্তত দেড় কোটির টাকা আর্থিক ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান মো. রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
—-ইউএনবি

আরও পড়ুন
চাচাকে ‘বাবা’ সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ইউএনও কামাল ওএসডি
সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন ব্যাহত করতেই বিএনপি প্রার্থীর ওপর হামলা: মির্জা ফখরুল
শরীয়তপুর-৩ আসনের বিএনপি’র প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু