খাগড়াছড়ির গুইমারায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পাহাড়ে ধাক্কা দেয়ায় দু’জন নিহত হয়েছেন। বুধবার উপজেলার বুদংপাড়া নামক স্থানে এই দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
নিহতরা হলেন-মানিকছড়ি উপজেলার গোদারপাড় এলাকার জীবন মজুমদার (৫৫)ও তার ছেলে রাতিফ মজুমদার (১৪)।
পুলিশ জানায়, সিমেন্ট বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে আসছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাহাড়ে ধাক্কা দেয়। ট্রাকটি তাতে দুমড়ে মুচড়ে যায়।
জানা যায়, ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। ট্রাকের বডি কেটে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের মাটিরাঙ্গা ইউনিটের কর্মীরা।
এসময় চালক মেহেদী প্রকাশ লাভলুসহ আরেকজনকে গুরুতর আহত আরও এক জনকে উদ্ধারের পর মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
রাজবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আওয়ামীলীগের ঝটিকা মিছিল করায় প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদ করেছে নাগরিক পার্টি-এনসিপি
জয়পুরহাট পৌরসভার লিজকৃত দোকান সমূহের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন