ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, খামেনিও মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে পারেন।
আজ মঙ্গলবার (১৭ জুন) কাতারের সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যম অনুসারে কাটজ বলেছেন, আমি ইরানের স্বৈরশাসককে যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়া এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়ে সতর্ক করছি। তিনি (খামেনি) ইরানের প্রতিবেশী দেশের সেই স্বৈরশাসকের পরিণতি মনে রাখলে ভালো করবেন, যিনি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিলেন।
প্রতিরক্ষামন্ত্রী বেসামরিক নাগরিকদের তেহরান ছেড়ে যাওয়ার হুমকির পুনরাবৃত্তি করে বলেন, আমরা আজও তেহরানের শাসনব্যবস্থা ও সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।
ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে ২২৪ জন নিহতসহ হাজারেরও বেশি আহত হয়েছেন।
অন্যদিকে ইসরায়েলে ২৪ জন নিহত ও দুই শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন
সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন ব্যাহত করতেই বিএনপি প্রার্থীর ওপর হামলা: মির্জা ফখরুল
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
চট্টগ্রামে এমপি প্রার্থীর গণসংযোগে গুলি, বিএনপি কর্মী নিহত