খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য `অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার যে চিকিৎসা দরকার তা দেশে সম্ভব নয়। তাকে আর বিলম্ব না করে একটি উন্নত হাসপাতালে পাঠানো দরকার।’
বৃহস্পতিবার বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ফখরুল এ সব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ।
বিএনপি নেতা বলেন, ‘যিনি ক্ষমতা দখল করে দেশ চালাচ্ছেন, তিনি (খালেদার প্রতি) এত মানবিকতা দেখিয়েছেন! আর কী করার বাকি আছে? – তার কাছ থেকে এটি শোনা দুর্ভাগ্যজনক। একটি সভ্য দেশের একজন নেতার কাছ থেকে এটি আশা করা যায় না।’
মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়ার সংগ্রাম এবং গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য তার দীর্ঘ লড়াইয়ের কথা স্মরণ করে ফখরুল অভিযোগ করেন যে তাদের নেত্রীকে এখন তার জীবন বাঁচানোর জন্য উন্নত চিকিৎসা নিতে দেয়া হচ্ছে না।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়াকে অনেক উদারতা দেখানো হয়েছে, যদিও সবসময়ই তার উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর পরিবারের ক্ষতি করা।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা আমাদের কাছ থেকে আর কী আশা করে? আমরা তাকে বাড়িতে থাকতে দিয়েছি এবং তাকে বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি যথেষ্ট নয়? এটা কি বিরাট উদারতা নয়? মানবিক কারণেই নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে বাসায় থাকতে ও চিকিৎসার অনুমতি দেয়া হয়েছে। এখন তিনি (খালেদা) দেশের সবচেয়ে ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা নিয়ে ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
তার মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ায় তাকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে।
খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শামীম ইস্কান্দার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেন।
তবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া কারাগারে ফিরে নতুন করে আবেদন করলে সরকার তার আবেদন বিবেচনা করবেন।
—ইউএনবি
আরও পড়ুন
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
ফেব্রুয়ারি-মার্চে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি
‘২৪ এর জাতীয় নির্বাচনে পুরো জাতীয় পার্টি অংশ নেয়নি’