বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার খোঁজ-খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে ৩ ডিসেম্বর খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে দেখা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে বেগম জিয়া সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসকও যুক্ত আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার পরিকল্পনা থাকলেও তার বর্তমান শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে বোর্ড এখনো এ বিষয়ে চূড়ান্ত মত দেয়নি।
এনএনবাংলা/

আরও পড়ুন
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রপতি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন: ইসি সচিব
বর্ধমান হাউস : কাজী নজরুল ইসলাম ও মুসলিম সাহিত্য সমাজ