December 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 4th, 2025, 3:44 pm

‘খালেদা জিয়াকে মধ্যরাতের পরে অথবা ভোরে লন্ডনে নেওয়া হবে’

 

সবকিছু অনুকূলে থাকলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর কিংবা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ভিত্তিতে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ৩টার আগেই এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

গত ১২ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবার সূত্রের তথ্যমতে, তাঁর শারীরিক অবস্থায় এখনো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। এ পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।

বিএনপির একাধিক সূত্র জানায়, ফুসফুসে সংক্রমণজনিত জটিলতা কিছুটা কমলেও হৃদ্‌যন্ত্রের সমস্যা এখনো বিদ্যমান। অন্যান্য শারীরিক জটিলতাতেও তেমন উন্নতি দেখা যায়নি।

গতকাল রাতে চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যুক্ত হন। এর আগে দুপুরে যুক্তরাজ্য থেকে এসে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি ও অন্যান্য চিকিৎসকরা সর্বশেষ সব মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করেছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। সেখানে একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছেলে তারেক রহমানের বাসায় কিছুদিন অবস্থান করেন। প্রায় চার মাস পর ৬ মে তিনি দেশে ফেরেন।

গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

এনএনবাংলা/