বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আগামী শুক্রবার সারাদেশের সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় শুক্রবার প্রতিটি মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, ওলামাদলের আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার, লন্ডনে নিতে প্রস্তুতি সম্পন্ন
নিবন্ধন পাচ্ছে অনশন করা সেই তারেকের ‘আমজনতার দল’
বিএনপি আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো