সিলেট অফিস:
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ শুক্রবার (১৫ আগস্ট)।
এ উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদগণ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ বিসর্জন দানকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোসহ দলের সকল প্রয়াত নেতা–কর্মীর রুহের মাগফিরাতের জন্যও দোয়া করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম, এডভোকেট সাঈদ আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আক্তার হোসেন রাজু, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন ও আশরাফুল আলম বাহার প্রমুখ।
এস এ শফি, সিলেট।
আরও পড়ুন
তিস্তা নদী রক্ষা আন্দোলন, নদীর তীরে মশাল প্রজ্জ্বলন তিস্তাপাড়ের লক্ষাখিক মানুষের
রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
সখীপুরে আধুনিক চাষে প্রশিক্ষণ ও ফলদ চারা বিতরণ