বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি ঢাকায় এসে পৌঁছান।
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার ঢাকায় আগমন করেন।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব।
রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
আপনি চাইলে এটিকে আরও সংক্ষিপ্ত, শিরোনামভিত্তিক বা অনলাইন নিউজ পোর্টালের স্টাইলে সাজিয়েও দিতে পারি।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল দেড় গুণ
প্রথমবারের মতো রেমিট্যান্স ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
ই-সিগারেট, ভ্যাপ নিষিদ্ধ করে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর