সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সময় ভিড়ের মধ্যে পদদলিত হয়ে একজনের মৃত্যু ঘটেছে। এ সময় অনেক মুসল্লি ভিড়ের চাপ ও তাপের কারণে অসুস্থ হয়ে পড়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় এই ঘটনা ঘটে। নিহতের নাম মানিক মিয়া, তিনি ভোলা জেলার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, জানাজা শুরুর আগে থেকেই বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে যাওয়ায় ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। এ সময় মানিক মিয়া মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার, উপ-পরিদর্শক (এসআই) অমৃত জানান, মৃত্যুর খবর তারা পেয়েছেন এবং ঘটনাস্থলে অফিসার পাঠানোর চেষ্টা চলছে। তবে ভিড়ের কারণে সরাসরি পৌঁছানো সম্ভব হচ্ছে না। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো