December 31, 2025
Tuesday, December 30th, 2025, 5:48 pm

খালেদা জিয়ার জানাজা: মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী ঢাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য এ কার্যক্রমে দায়িত্ব পালন করবেন। পরিস্থিতির প্রয়োজনে কিছু এলাকায় সেনাবাহিনীও সহায়তামূলক ভূমিকা রাখবে।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া, জানাজা আদায় এবং দাফন—সব কার্যক্রম পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। এ উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ধাপ অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছে।

নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে শফিকুল আলম বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটসহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে পুরো ব্যবস্থাপনাটি নতুন করে মূল্যায়ন করেছে। সম্প্রতি বড় পরিসরের জানাজা আয়োজনের অভিজ্ঞতা থাকায় বাহিনীগুলোর প্রস্তুতি আগে থেকেই ছিল, এবার তা আরও বিস্তৃত ও সমন্বিত করা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে সরকারের সঙ্গে বিএনপির নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনায় উভয় পক্ষের মধ্যে সমন্বয় রয়েছে। অনুষ্ঠানে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে দলটির পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

নিরাপত্তা ঝুঁকি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বর্তমানে কোনো বিশেষ শঙ্কার কারণ নেই। তবুও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পুরো কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এনএনবাংলা/