November 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 10th, 2025, 7:24 pm

খালেদা জিয়ার বদলে শেখ হাসিনার নাম বলায় বিএনপি নেতাকে শোকজ

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করায় তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি।

সোমবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার।

এর আগে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে বেগম খালেদা জিয়ার পরিবর্তে ভুলবশত শেখ হাসিনার নাম উচ্চারণ করেন মেহেদী হাসান সেলিম। পরে এ ঘটনার ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

জানা গেছে, ওইদিন বেলা ১১টার দিকে তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘তিতাস ভবনে’ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তব্যের এক পর্যায়ে মেহেদী হাসান সেলিম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।” সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা ভুল ধরিয়ে দিলে তিনি ‘স্যরি’ বলে বক্তব্য চালিয়ে যান।

ঘটনার ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ইত্তেফাককে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, সেদিন সভা পরিচালনার সময় ভুলবশত শেখ হাসিনার নাম চলে আসে। আমি আসলে বলতে চেয়েছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া। এটি ছিল সম্পূর্ণ ‘স্লিপ অব টাং’, যার জন্য সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছি।

তিনি আরও দাবি করেন, একটি মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে দুই দিন পর ৯ নভেম্বর সকালে ভিডিওটির অংশবিশেষ ভাইরাল করেছে। এখন শোকজ নোটিশ পেয়েছি, নির্ধারিত সময়ের মধ্যেই জবাব পাঠাব।

জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার বলেন, যেহেতু ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে, তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাবের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এনএনবাংলা/