December 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 30th, 2025, 6:15 pm

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক, যা বললেন তামিম-মাশরাফি

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গন। তার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, দেশসেরা ওপেনার তামিম ইকবাল খানসহ জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার।

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার ফেসবুক পেজে লেখেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তার শোকসন্তপ্ত পরিবার, তার স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

তিনি আরও লেখেন, “রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তার অবদান দেশের মানুষ মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।”

বাংলাদেশ দলের তারকা ওপেনার তামিম ইকবাল খান তার অফিশিয়াল ফেসবুক পেজে লেখেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রূহের মাগফেরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

জাতীয় দলের আরেক সাবেক ওপেনার ইমরুল কায়েসও ফেসবুকে শোক প্রকাশ করে লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফেরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।”

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে আজকের বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।

এছাড়া চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগ এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর পূর্বনির্ধারিত সকল কর্মসূচিও স্থগিত করা হয়েছে। বিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচগুলোর পরবর্তী সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

এনএনবাংলা/