বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহ উদ্দিন আহমদ বলেন, বিদ্যমান আইনে নির্বাচন স্থগিতের কোনো বিধান নেই। প্রার্থী বাছাই ও প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর এ ধরনের ঘটনা ঘটলে আইনি জটিলতার কারণে স্থগিতের প্রশ্ন উঠতে পারত। কিন্তু বর্তমান পরিস্থিতি সে রকম নয়। বাছাইয়ের আগেই তিনি মারা গেছেন। আইনগতভাবে তিনি আর লিগাল এন্টিটি হিসেবে বিদ্যমান নন। ফলে তার মনোনয়নপত্র টিকবে না। সে ক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন বৈধ হলে তিনিই বেগম খালেদা জিয়ার স্থলাভিষিক্ত প্রার্থী হবেন।
বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাদের নেত্রী আজ আর আমাদের মাঝে নেই, তবে তিনি মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে আছেন। গণতন্ত্রের মা হিসেবে তিনি যে স্বীকৃতি পেয়েছেন, তা ইতিহাসে প্রতিষ্ঠিত। তার জানাজায় যারা ঢাকায় উপস্থিত হতে পারেননি, তারাও গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন। দেশ-বিদেশের মানুষের অংশগ্রহণে এটি ছিল পৃথিবীর অন্যতম বৃহৎ জানাজা—এ বিষয়টি ইতোমধ্যে প্রতিষ্ঠা পেয়েছে। জানাজায় অংশগ্রহণকারীদের সঠিক সংখ্যা হয়তো ভবিষ্যতে পরিসংখ্যান আকারে প্রকাশ করা হবে। কারণ শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ জানে ও বিশ্বাস করে—গণতন্ত্রের সংগ্রামে একজন সাধারণ গৃহিণী কীভাবে বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রতীক হয়ে উঠতে পারেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার সংগ্রামে ম্যাডাম নিজের জীবন, সন্তান ও পরিবার—সবকিছু উৎসর্গ করেছেন। এ দেশের মানুষ, মাটি ও রাষ্ট্রের প্রতি তার ভালোবাসা ও দেশপ্রেমের কোনো তুলনা নেই। তিনি সবকিছু হারিয়েছেন, কিন্তু এমন এক উচ্চতায় পৌঁছেছেন, যেখানে খুব কম মানুষের নামই ইতিহাসে লেখা থাকে। তার ত্যাগ, অবদান ও দেশপ্রেমকে শক্তি করে আমরা একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব। এটি শুধু আমাদের অঙ্গীকার নয়, জাতিরও দাবি। তার জীবনাদর্শ ও শিক্ষা আমাদের পথ দেখাবে।
সালাহ উদ্দিন আহমদ বলেন, আমাদের দৃষ্টিতে বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন কিংবা শুধু বাংলাদেশের নেত্রীও নন। তিনি বিশ্বজুড়ে গণতন্ত্রকামী মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি দল-মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে এসেছেন এবং দেশের মানুষ তাকে সেই মর্যাদায় আসীন করেছে। এটি আমাদের জাতীয় জীবনের এক বড় অর্জন। তবে তাকে হারানোর যে বেদনা ও শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল