Tuesday, December 30th, 2025, 3:19 pm

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন অবদান, ত্যাগ ও দেশের উন্নয়নে তার ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক শোকবার্তায় শাহবাজ শরিফ এই দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন পাকিস্তানের একজন ঘনিষ্ঠ ও আন্তরিক বন্ধু। এই শোকের মুহূর্তে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের মানুষের পাশে রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এই কঠিন সময়ে আমরা খালেদা জিয়ার পরিবার, স্বজন এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর আনুমানিক ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

এনএনবাংলা/