December 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 3rd, 2025, 7:50 pm

খালেদা জিয়ার রোগমুক্তিতে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যাগে বুধবার(৩ ডিসেম্বর) দুপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিন দুপুরে শহরের বটতলায় প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন, সদর উপজেলার যুগনী মসজিদের পেশ ইমাম মাওলানা ফারুক হোসেন। অন্যদের মধ্যে অংশ নেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সহ-সভাপতি আরমান কবীর সৈকত, সহ-সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা ও আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, নাহার চাকলাদার প্রমুখ।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত ওই দোয়া মাহফিলে টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিণ্ট মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।