December 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 1st, 2025, 4:07 pm

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’, তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান

ফাইল ফটো

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিনে গুরুতর অবনতি হয়েছে। দলের শীর্ষ নেতাদের ভাষ্য অনুযায়ী, তিনি বর্তমানে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে আছেন এবং অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন— ‘সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন—যা-ই বলি না কেন, ম্যাডাম খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। শুধু তাঁর জন্য জাতির কাছে দোয়া চাই।’

এর আগে চেয়ারম্যানের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ফেসবুকে জানান— ‘ম্যাডামকে আইসিইউতে ভেন্টিলেশনে সাপোর্ট দেওয়া হচ্ছে। আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করি।’

এই খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন— চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত সব সিদ্ধান্ত চিকিৎসকেরা নিয়ে থাকেন। তিনি আরও অনুরোধ করেন—“ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন ছাড়া অন্য কারও বক্তব্য ব্যবহার না করতে গণমাধ্যমকে অনুরোধ করছি।”

একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

লিভারের জটিলতা, কিডনির কর্মক্ষমতা কমে যাওয়া এবং বিভিন্ন গুরুতর স্বাস্থ্য সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন ৭৯ বছর বয়সী বেগম জিয়া। গত ২৩ নভেম্বর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও তার অবস্থার উন্নতি হয়নি, বরং ক্রমাগত অবনতি হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মীরা প্রতিদিনই হাসপাতালের সামনে ভিড় করছেন এবং সুস্থতার জন্য দোয়া করছেন।

এনএনবাংলা/