December 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 2nd, 2025, 8:17 pm

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে বিভিন্ন এতিম খানার কোমলমতি হাফেজদের নিয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শহরের ডাঃ আবুল কাশেম ময়দানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস ফয়সাল আলিমের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি লোকমান হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান উদ্দিন তুষার, জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েল।