বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক উত্তরণের অনুপ্রেরণা, স্বাধীনতার স্পর্ধিত আগুন, রাজনীতির অবিরত সংগ্রামে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দলমত, শ্রেণি ও ধর্ম নির্বিশেষে সবাই দোয়া করছেন। দেশের সর্বত্র এ নেত্রীর জন্য অনুষ্ঠিত হচ্ছে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। ফেসবুকে তিনি লেখেছেন, ‘আমাদের গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, মৃত্যুঞ্জয়ী অকুতোভয় যোদ্ধা আজও অসুস্থতার সাথে যুদ্ধ করে যাচ্ছেন! এখন আমাদের সারাদেশের মানুষের একটাই চাওয়া ‘আল্লাহ গো– আপনি ওনাকে সুদীর্ঘ নেক হায়াত দিন আর আরেকবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুন্দর একটি বিজয় দেখার তৌফিক দিন।’
রোগমুক্তি কামনা করে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া আপসহীন লড়াকু জননেত্রী, নিশ্চয়ই মহান আল্লাহ্ তার সহায় হবেন। কিছু রাজনৈতিক কুমির ছাড়া ম্যাডামের সুস্থতার জন্য আজ পুরো দেশ কাঁদছে, দোয়া করছে। কোনো আবেগের ফাঁদে পা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ দেওয়া উচিত হবে না, কুম্ভীরাশ্রু দেখতে চাই না। আপনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন ম্যাডাম। আপনার অপেক্ষায় এই হতভাগা জাতি দোয়া প্রার্থনায়।’
দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও তার সুস্থতা প্রার্থনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।’
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এক পোস্টে বেগম জিয়ার রোগমুক্তি কামনা করেন লেখেন, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া এখন লাইফ সাপোর্টে আছেন, একজন অসুস্থ মানুষের জন্য দোয়া করা আমাদের ঈমানের অংশ এবং এটা আমাদের নবীজি বলেছেন।
এই তারকা আরও যোগ করেন, আপসহীন নেত্রীর সুস্থতা কামনা করছি। আল্লাহ আপনি সুস্থ করে দিন।
এনএনবাংলা/

আরও পড়ুন
টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও টাইগারদের দাপুটে জয়
গানে গানে ফারিণের মন গলাবেন ইমরান
বিপিএলে অবশেষে ৩৫ লাখে দল পেলেন মুশফিক–মাহমুদউল্লাহ