সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করে কার্যত ‘হত্যা করা হয়েছে’—এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই ঘটনার দায় থেকে শেখ হাসিনা কোনোভাবেই মুক্তি পেতে পারেন না।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার পূর্বে তার জীবন ও রাজনৈতিক কর্মজীবন তুলে ধরে দেওয়া লিখিত বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়াকে দুই বছরেরও বেশি সময় কারাবন্দি থাকতে হয়। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় কারাগারেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। দেশবাসী প্রত্যক্ষ করেছে—যিনি সুস্থ অবস্থায় হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন, তিনি বের হয়েছেন গুরুতর অসুস্থ শরীর নিয়ে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের মতে, পরবর্তী চার বছর গৃহবন্দি অবস্থায় থেকেও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। এর ফলে তার শারীরিক জটিলতা ক্রমাগত বেড়েছে এবং শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয়েছে এই আপসহীন নেত্রীকে। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনোই অব্যাহতি পেতে পারেন না।
নজরুল ইসলাম খান বলেন, জনগণের কল্যাণকে সামনে রেখে খালেদা জিয়া একের পর এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার পরিকল্পনা ও নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে গিয়ে বিশ্ব দরবারে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি লাভ করে।
লিখিত বক্তব্যে আরও তুলে ধরা হয় খালেদা জিয়ার জন্ম ও পারিবারিক পটভূমি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ, জিয়াউর রহমানের শাহাদাতের পর সংকটপূর্ণ সময়ে রাজনীতিতে তার আত্মপ্রকাশ, জাতীয় নির্বাচনে বিজয় অর্জন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন দিক।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর