December 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 7th, 2025, 1:33 am

খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে বুধবার লন্ডন যেতে পারেন

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, যা বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা ছেড়ে যেতে পারে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জার্মানির এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে ফ্লাইট শিডিউল দাখিল করেছে। শিডিউলে ৯ ডিসেম্বর ঢাকা অবতরণ ও ১০ ডিসেম্বর লন্ডন যাত্রার অনুমতি চাওয়া হয়েছে। বর্তমানে বেবিচক এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় অনুমোদনের জন্য পাঠিয়েছে।

একই সূত্র জানায়, খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর কাতার সরকার নতুন বিমানটি ভাড়া করেছে। ভাড়া করা বিমানটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL-604) মডেলের, যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশন ফ্লাইটের জন্য উপযুক্ত। জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স অপারেটরদের দ্বারা পরিচালিত এই বিমানটি ঢাকা-লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য যথাযথ বলে বেবিচক সূত্র জানিয়েছে।

এনএনবাংলা/