December 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 30th, 2025, 6:52 pm

খালেদা জিয়া ছিলেন চীনা জনগণের পুরনো বন্ধু: চীনের প্রধানমন্ত্রী

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। তিনি বলেছেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক শোকবার্তায় এসব কথা বলেন চীনের প্রধানমন্ত্রী।

শোকবার্তায় লি চিয়াং বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। চীন সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকার এবং বেগম খালেদা জিয়ার পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু। তার প্রধানমন্ত্রীত্বের সময়ে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার সমন্বিত অংশীদারত্ব প্রতিষ্ঠিত হয়।”

চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গ টেনে লি চিয়াং বলেন, “দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক মঙ্গলের ভিত্তিতে গড়ে ওঠা এই অংশীদারত্ব দুই দেশের সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির পথ তৈরি করেছে। চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য চীন তাঁর প্রশংসা করে।”

তিনি আরও বলেন, “চীন-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে অত্যন্ত মূল্য দেয় এবং দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে।”

শোকবার্তার শেষাংশে চীনের প্রধানমন্ত্রী জানান, “দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং উভয় দেশের জনগণের কল্যাণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে।”

এনএনবাংলা/