December 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 4th, 2025, 8:16 pm

খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন জোবাইদাকে ছাড়াই, সঙ্গে থাকবেন আরেক পুত্রবধূ শর্মিলা রহমান

ফাইল ফটো: বিএনপি মিডিয়া সেল

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকা পৌঁছানোর আগে যদি কোনো কারণে সময়মতো উপস্থিত হতে না পারেন, তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে রওনা করতে পারেন।

ব্যক্তিগত সহকারী ও কয়েকজন চিকিৎসকও তার সঙ্গে থাকবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের চিকিৎসা বোর্ড, দেশের মানুষের দোয়া ও কূটনৈতিক সহযোগিতার ফলে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উন্নতি হয়েছে। সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে তাঁকে লন্ডনের হাসপাতালে নেওয়া হচ্ছে।

মাহদী আমিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশি-বিদেশি স্বনামধন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, দেশবাসীর অনিঃশেষ দোয়া, আন্তরিকতা ও কূটনীতিকদের সহযোগিতায় তাঁর শারীরিক অগ্রগতি হয়েছে। উন্নত ও সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে ম্যাডামকে অতি শীঘ্র লন্ডনের হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। এই চিকিৎসা-প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডা. জোবাইদা রহমান, যিনি লন্ডন থেকে সার্বিক সমন্বয় করে যাচ্ছেন।’

জোবাইদা রহমান আজ বৃহস্পতিবার দেশের উদ্দেশে রওনা হয়ে আগামীকাল সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন জানিয়ে মাহদী আমিন লেখেন, ‘তিনি (জোবাইদা রহমান) সাথে থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন। তবে তার আগেই যদি ফ্লাইট ব্যবস্থা করা যায় কিংবা তাঁর আসা না হয়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতিমধ্যে ঢাকায় এসেছেন। ম্যাডামের পুত্রবধূ শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তাও এয়ার অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক পাশে থাকবেন বলে জানা গিয়েছে।’

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায়, তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

আজ মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এনএনবাংলা/