হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ -১ আসনে বিএনপি দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন, তিনি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। একজন মহিয়সী নারী। দীর্ঘ পথ পরিক্রমায় বেগম জিয়া আজ অনন্য উচ্চতায় আসীন হয়েছেন। দেশ ও জাতির জন্য বেগম খালেদা জিয়াকে আজ অত্যন্ত প্রয়োজন।
আজ শুক্রবার বিকেলে হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হালুয়াঘাট উপজেলা বিএনপির ব্যতিক্রমধর্মী গণ দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আসন্ন নির্বাচনে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, আলেম ওলামা ও নারীদের উপস্থিতিতে এ গণ দোয়া অনুষ্ঠিত হয়।
গণ দোয়া অনুষ্ঠানে ময়মনসিংহ-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা, এনসিপির প্রার্থী আবু রায়হান, বাসদের প্রার্থী আব্দুর রাজ্জাক, খেলাফত মজলিসের প্রার্থী মওলানা তাজুল ইসলাম, হালুয়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোয়াজ্জেম হোসেন মাষ্টার, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, জমিয়া মাঝিয়াইল মাদ্রাসার মুহতামিম নূর হোসাইন, হলুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পক্ষে শহীদ বিজয় ফরাজীর পিতা সায়েদুল ফরাজী বক্তব্য রাখেন ।
উপজেলা ওলামা দলের সদস্য সচিব মওলানা জোবায়ের আহমেদ দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর।
পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা ও পৌর বিএনপি, হালুয়াঘাট পেশাজীবি পরিষদ , ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, জিয়া পরিষদ ও কৃষিবিদদের পক্ষ থেকে তিন সহস্রাধিক দুঃস্থ মানূষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন
অতিরিক্ত ভাড়ায় জিম্মি যাত্রীরা, ক্ষোভ চরমে কুমিল্লা–মিরপুর সড়কে ভাড়া নৈরাজ্য
ধানের শীষকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার রংপুর মহানগর ও সদর বিএনপির
জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলাম পরিবারে শোকের মাত