বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক জীবনে আপসহীন এক নেত্রী; একই সঙ্গে তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হয়েছিলেন—এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থাপিত শোক বইয়ে স্বাক্ষর করতে এসে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ শীর্ষস্থানীয় নেতারা।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, খালেদা জিয়ার প্রয়াণে আমরা আজ যে সম্মান ও শ্রদ্ধা জানাতে পেরেছি, সেই মর্যাদা অক্ষুণ্ন রেখে তার আদর্শ অনুসরণ করে জাতীয় জীবনে গণতন্ত্রের ধারাকে পুনরুদ্ধার করাই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য।
এর আগে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টির এই অংশের নেতারা বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন।
এদিকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরাও আজ ধারাবাহিকভাবে শোক বইয়ে স্বাক্ষর করতে আসছেন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ঢাকায় শুভেচ্ছা বিনিময় করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার
ডিমলার বুড়িতিস্তা নদী খনন ঘিরে উত্তেজনা, আনসার ক্যাম্পে হামলা-ভাঙচুর
তারেক রহমান-জামায়াত আমিরের চেয়েও নাহিদের বার্ষিক আয় বেশি!