ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সবাই অন্তর থেকে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা সবাই আমাদের ছোটভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আগামীকাল জুমার নামাজের পর বিশেষভাবে তার জন্য দোয়া করবেন। খাস দিলে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন।’
তিনি আরও বলেন, ‘শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের অনুসারীরাও যেন তার সুস্থতার জন্য প্রার্থনা করেন। এই মুহূর্তে দোয়াই তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। সবাই একসঙ্গে দোয়া করলে সে অবশ্যই ভালো হয়ে উঠবে।’
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন করা হলেও তিনি সেগুলো এড়িয়ে গিয়ে শুধু ওসমান হাদির জন্য দোয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের উদ্দেশ্যে বিজয়নগর এলাকায় গেলে চলন্ত একটি মোটরসাইকেল থেকে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে হাদি
হাসিনার অনুসারীদের ‘অস্বাভাবিক’ জামিন নিয়ে আইন উপদেষ্টার উদ্বেগ
বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে ১০ লাখ মৃত্যু: বিশ্বব্যাংক