January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 28th, 2021, 1:21 pm

খিলক্ষেতে মাইক্রোর ওপর উঠে গেল বাস

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

রাজধানীর খিলক্ষেত এলাকায় রোড ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা মাইক্রোর ওপর উঠে পড়েছে যাত্রীবাহী বাস। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কে ইউটার্ন নিতে গিয়ে ব্যর্থ হয় ওই বাসটি। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরি গণমাধ্যমকে বলেন, বাসটি আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপরে উঠে যায়।  তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।

তিনি আরও বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

দুর্ঘটনার কারণে বিমানবন্দর সড়কের দুপাশেই যানজট দেখা দিয়েছে।