December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 12th, 2023, 8:10 pm

খুদে মডেলের পারিশ্রমিক আকাশ ছোঁয়া

অনলাইন ডেস্ক :

মডেলিং করে বিপুল অর্থ উপার্জন করা যায়। তবে এত অল্প বয়সে বিশাল অংকের পারিশ্রমিক! এমনটা বোধহয় আর কখোনেই শোনা যায়নি। মডেলিংয়ে অবিশ্বাস্য পারিশ্রমিক নেওয়া এ খুদে মডেলের বয়স মাত্র ১১ বছর। অথচ তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১.৩ মিলিয়ন। সম্প্রতি একটি বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। যে বিজ্ঞাপনের জন্য সে পারিশ্রমিক পেয়েছেন ১ কোটি রুপি। খুদে এই মডেল দক্ষিণী সিনেমার সুপারস্টারের মেয়ে। খুদে এই মডেলের নাম সিতারা। এত কম বয়সেই তার জনপ্রিয়তা কোনো সুপারস্টারের চেয়েও কম নয়। সম্প্রতি একটি জুয়েলারি হাউজ তার নামেই লঞ্চ করেছে তাদের নতুন কালেকশন। গয়নার সেই নতুন কালেকশনের নাম সিতারা কালেকশন। সেই বিজ্ঞাপনের মডেল হিসেবেও শুট করেছেন সিতারা।

জানা গেছে, যে এই বিজ্ঞাপনের জন্য ১ কোটি রুপি নিয়েছেন সিতারা। পাশাপাশি একটি নতুন রেকর্ডও গড়েছে সে। সিতারাই প্রথম মডেল, যে মাত্র ১১ বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। মেয়ের এই সাফল্যে আনন্দে আত্মহারা সুপারস্টার বাবা ও অভিনেত্রী মা। পাশাপাশি সিতারার বাবা-মা অনেক গর্ব অনুভব করছেন। সিতারা হলো দক্ষিণের সুপারস্টার মহেশবাবু ও নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী নস্ম্রতা শিরোদকরের মেয়ে। মেয়ের সাফল্যগাথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গর্বিত বাবা-মা। এই সংবাদটি এখন রীতিমতো ভাইরাল।