January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 13th, 2023, 8:12 pm

খুনসুটিতে তানভীর-পরী, বিরহে সিয়াম

অনলাইন ডেস্ক :

উত্তাল নদী ছুঁয়ে ছুটে চলছে জাহাজ। সে জলযানের রেলিংয়ের ধারে হাসি-খুনসুটিতে সময় কাটাচ্ছেন পরীমণি ও আবু হুরায়রা তানভীর। সহজেই আঁচ করা যায়, তাদের মধ্যকার সম্পর্ক বন্ধুত্ব কিংবা তার চেয়ে বেশি কিছু। তাদের এই রসায়ন একজনের মনে জ¦ালিয়ে দিচ্ছে বিষাদের আগুন। তিনি সিয়াম আহমেদ। কারণ, তানভীরের আগে তার সঙ্গেই ছিল পরীর ভালোবাসাবাসি। লম্বা গল্পের এই টুকরো অংশ দেখা গেলো সদ্য প্রকাশ্যে আসা ‘আসল ছাইড়া নকল রঙে’ শিরোনামের গানে। এটি মুক্তি প্রতীক্ষিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র গান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে গানটি। রবিউল ইসলাম জীবনের লেখা এ গানে সুর-সংগীত দিয়েছেন ইমন চৌধুরী। গেয়েছেন শামীম হাসান ও কোনাল। গানটির দৃশ্যে সিয়াম-পরীর সম্পর্কের বিরহ পর্ব তুলে ধরা হয়েছে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। এটি নির্মিত হয়েছে মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ছবিটি। এই সিনেমায় রাতুল চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। ছবির ট্রেলার উন্মোচনের সময় তিনি বলেছিলেন, ‘রাতুল চরিত্রটা আমার অনেক আগে থেকে জানা। সেই চরিত্রটা করতে পারবো, এটা কোনো দিন ভাবিনি। সেটাই হলো এবং এটা স্বপ্ন পূরণের মতো।’ এদিকে সিনেমার প্রচারে কিছুদিন ধরে বিভিন্ন স্কুল-কলেজে ঘুরে বেড়াচ্ছেন পরীমণি। তার মতে, এটি শিশু-কিশোরদের গল্পে বানানো সিনেমা। সুতরাং তারাই ছবিটির মূল দর্শক। সেজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র খবর পৌঁছে দিচ্ছেন, আর হলে আসার আহ্বান জানাচ্ছেন। সম্প্রতি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে গিয়ে হাজার হাজার শিক্ষার্থীর উদ্দেশে পরীমণি বলেন, ‘আমাদের সিনেমার মূল দর্শক শিশু ও কিশোররা; মানে আপনারা। আমার স্বপ্ন, আপনারা বাবা-মায়ের হাত ধরে হলের সামনে লম্বা একটা লাইন দেবেন। অনেক ভিড় হবে, কিচিরমিচির করবেন।’ উল্লেখ্য, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ সিয়াম-পরী-তানভীরের সঙ্গে আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকারসহ অর্থশতাধিক শিশু। আগামী ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।