খুলনা প্রতিনিধি:
উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল পৌণে ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় প্রধান অতিথি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির রয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
কর্মশালায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস, এম, কবীর। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সেক্রেটারি এ কে এম মনিরুল ইসলাম। বক্তৃতা করবেন কাউন্সিলের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ।
কর্মশালায় সহযোগিতা করেন খুলনা বিশ্ববিদ্যালয় আইকিউএসি।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত