July 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 2nd, 2025, 6:53 pm

খুলনায় অভ্যুত্থানে শহীদদের স্মরণে দুস্থদের মাঝে খাবার বিতরণ

খুলনা ব্যুরো:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে খুলনায় দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখা। বুধবার (২ জুলাই) দুপুরে তা’লিমুল মিল্লাত মাদরাসায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ বহু ছাত্র-জনতা অন্যায়-অবিচারের বিরুদ্ধে রক্ত দিয়ে সংগ্রাম করে এ দেশে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তারা জাতির সূর্যসন্তান, তাদের আত্মত্যাগ আমাদের আগামীর প্রেরণা।” তিনি শহীদদের মাগফিরাত কামনার পাশাপাশি গুহত্যার ন্যায়বিচার দাবি করেন এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট লাখো মানুষের অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। এতে জামায়াতসহ সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, নারী-শিশু সবাই অংশ নেয়। প্রায় দুই হাজার শহীদ ও বিশ হাজার আহতের আত্মত্যাগ স্মরণে আমরা এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করেছি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, অধ্যাপক ইকবাল হোসেন, মাওলানা নাজমুস সউদ, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের আরোগ্য এবং দেশের শান্তি-স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা প্রথম জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীকে যথাযথ মর্যাদায় পালনের প্রত্যয় ব্যক্ত করেন।