December 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 22nd, 2025, 2:30 pm

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা ‘আশঙ্কাজনক’

 

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং কেন্দ্রীয় শ্রমিক সংগঠন শ্রমিক শক্তি–এর সভাপতি মোতালেব শিকদারের ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা প্রায় পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বেলা কিছুক্ষণ আগে মোতালেব শিকদারের ওপর প্রকাশ্যে গুলি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামও তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তদের গুলিতে আহত হলে উপস্থিত লোকজন মোতালেব শিকদারকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, গুলিটি তার কানে লেগেছে।

পরবর্তীতে মাথার সিটি স্ক্যান করানোর জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়েছে।

এনএনবাংলা/