April 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 25th, 2025, 3:57 pm

খুলনায় ঘুষ কেলেঙ্কারিতে এলজিইডির উপসহকারী প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড 

খুলনা, প্রতিনিধি: খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালত ঘুষ গ্রহণের অভিযোগে এলজিইডি কয়রা উপজেলার উপসহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি হাবিবুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মোঃ ইয়াছিন আলী।দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, ২০১৪ সালের ১৬ এপ্রিল এক ঠিকাদারের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল হাতেনাতে হাবিবুল্লাহকে আটক করে। পরে দুদকের উপ-সহকারী পরিচালক আবুল হাসেম বাদী হয়ে কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা করেন (মামলা নং-৭, ১৬/০৪/১৪)।

মামলার তদন্ত শেষে দুদকের উপ-সহকারী পরিচালক এসএম শামীম ইকবাল ২০১৫ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডাদেশ দেন।

উল্লেখ্য, এস এম হাবিবুল্লাহ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের বাসিন্দা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই রায়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।