April 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 17th, 2025, 11:15 am

খুলনায় চলন্ত ট্রেন আটকে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা ব্যুরো: ছয় দফা দাবিতে চলন্ত ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ করেছেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত খুলনা জংশন স্টেশন এলাকায় চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় তারা।

কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে খুলনার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ আন্দোলনের অংশগ্রহন করেন। প্রশাসনের আশ্বাসে তার ট্রেন লাইন অবরোধ ছেড়ে দেন।

এদিকে শিক্ষার্থীরা ট্রেন আটকে দেওয়ায় খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যেতে পারছিল না। এতে করে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ ছিল।

খুলনা রেল স্টেশন মাষ্টার জাকির হোসেন বলেন, খুলনা স্টেশন থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। খুলনা জংশন স্টেশনের আগে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চলন্ত ট্রেন আটকে দেয়। এর ফলে খুলনা স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসসহ রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছিল। পড়ে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা রেল অবরোধ ছেড়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, জুনিয়র ইন্সট্রাক্টর পদে অনিয়মিত পদোন্নতি বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধভাবে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে। পাশাপাশি, পদবি পরিবর্তনসহ মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতে গোপনে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধনের দাবি জানান শিক্ষার্থীরা।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, যেকোনো বয়সে ভর্তি হওয়ার সুযোগ বাতিল করে উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালুর দাবি তোলেন তারা। একাডেমিক কার্যক্রম ধাপে ধাপে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করার কথাও বলেন শিক্ষার্থীরা।

ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের সংরক্ষিত পদে নিয়োগ নিশ্চিত, উপসহকারী প্রকৌশলী ও সমমানের (১০ম গ্রেড) পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি পাসকৃতদের জন্য সংরক্ষিত কোটা বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি, যেসব প্রতিষ্ঠানে তাঁদের নিম্নমানের পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কারিগরি শিক্ষায় দক্ষ জনবল নিয়োগ, কারিগরি শিক্ষা পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত ব্যক্তিদের নিয়োগ বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। তাঁরা বলেন, এসব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং শুন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

স্বতন্ত্র মন্ত্রণালয় ও সংস্কার কমিশন গঠন, কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করে দক্ষ জনসম্পদ তৈরির লক্ষ্যে ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে স্বতন্ত্র মন্ত্রণালয় এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।