October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 5:11 pm

খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতা আটক

খুলনা নগরীর খালিশপুরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খালিশপুর বাস্তুহারা মোড়ে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃতরা হলেন সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাস্তুহারা মোড়ে এক ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার সরকারি পণ্য বিক্রি করছিলেন। এ সময় আশিক ও আব্দুল্লাহ সেখানে গিয়ে ওই ডিলারের কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দু’জনকে আটক করে পুলিশে খবর দেয়।

খালিশপুর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন মিলন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে দুই যুবক ওএমএস ডিলারের কাছে চাঁদা দাবি করলে স্থানীয়রা তাদের ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। ডিলার এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, আটক সৈয়দ আব্দুল্লাহ সিকি খুলনার বাগমারা এলাকার মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার আজমলের ছেলে।