খুলনা নগরীর ডাকবাংলো এলাকায় জাতীয় পার্টির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। হামলাকারীরা পার্টি অফিস থেকে প্লাস্টিকের কিছু চেয়ার ও ব্যানার-প্লাকার্ড নিয়ে বাইরে পুড়িয়ে ফেলে। শনিবার বিকালে ঘটনার সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে, পার্টি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়।
গণ অধিকার পরিষদ দাবি করেছে, পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে তাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু জানান, আমরা অফিসে অবস্থান করছিলাম, তখন ৫০-৬০ জনের একটি মিছিল আমাদের অফিসের সামনে এসে মারমুখি অবস্থান নেয়। দ্রুত অফিস থেকে বের হয়ে আমরা ফটকগুলো তালাবদ্ধ করি, এরপর তারা গেট ভাঙার চেষ্টা করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। একটি গেট ভেঙে ফেললেও অপরটি ভাঙতে পারেনি। সাইনবোর্ড ভেঙে দেওয়ার পর পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন, জাতীয় পার্টির অফিসের সাইনবোর্ড মাটিতে পড়ে আছে এবং পার্টি অফিস এখন পুরোপুরি পুলিশ ঘিরে রেখেছে। কোনো নেতাকর্মী উপস্থিত নেই।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এসকে রাশেদ হামলার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম। জাতীয় পার্টি অফিসের সামনে গেলে সেখানকার নেতাকর্মী ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়, এতে অন্তত ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিছিল সহকারে জাতীয় পার্টি অফিসের সামনে আসেন। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। অফিসের সাইনবোর্ড ভাঙা হয়েছে, তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি থামাতে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
মাসুম বিল্লাহ ইমরান
খুলনা ব্যুরো
আরও পড়ুন
জমকালো আয়োজন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে পালিত
সিলেটের ‘সাদা পাথর’ লুটপাট: সিআইডি অনুসন্ধান শুরু, ৫০ জনের সংশ্লিষ্টতা যাচাই
জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান