ইমরান, খুলনা:
দুস্থ অসহায় নারীদের কে স্বাবলম্বী করার জন্য এবং নারীদের ব্যবসায় আগ্রহী করার লক্ষে যারা ব্যবসা শুরু করছেন অথবা করবেন তাদেরকে দক্ষ রুপে গড়ে তোলার লক্ষে ILO নাসিব কেন্দ্রীয় কমিটির আয়োজনে খুলনা মহানগর নাসিবের সহোযোগিতায় খুলনা মহানগর নাসিবের সভাপতি ইফতেখার আলী বাবুর সভাপতিত্বে হোটেল জেলিকোতে ০৫ দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিবের কেন্দ্রীয় সহ সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান । সভাপতি তার বক্তব্যে বলেন নাসিব সরকারের সাথে মিলেমিশে উন্নয়নের কাজ করে যাচ্ছে। বাংলাদেশে উদ্যোক্তাদের সহযোগিতার জন্য এস এম ই ফাউন্ডেশন কাজ করছে, বিসিক কাজ করছে, একটা সংগঠন মানুষের কাছে গেলে মানুষ উপকৃত হয়। নাসিব সেভাবে মানুষের কাছে যাচ্ছে।নাসিবের গুরুত্ব সরকার অনুধাবন করে বিসিক ও অন্যান্য সংস্থা এক হয়ে কাজ করছে । সভাপতি আরো বলেন যে প্রশিক্ষন নিয়ে ঘরে বসে থাকলে হবে না নিজেদের স্বাবলম্বী হতে কাজ করতে হবে। জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫ জন প্রশিক্ষণার্থী এখানে প্রশিক্ষন নেন।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার