December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 15th, 2024, 9:42 pm

খুলনায় জেন্ডার এবং উদ্যোক্তা একসাথে ০৫ দিনের  প্রশিক্ষণ 

ইমরান, খুলনা:
দুস্থ অসহায় নারীদের কে স্বাবলম্বী করার জন্য এবং নারীদের ব্যবসায় আগ্রহী করার লক্ষে যারা ব্যবসা শুরু করছেন অথবা করবেন  তাদেরকে দক্ষ রুপে গড়ে তোলার লক্ষে  ILO   নাসিব কেন্দ্রীয় কমিটির আয়োজনে  খুলনা মহানগর নাসিবের সহোযোগিতায় খুলনা মহানগর নাসিবের সভাপতি ইফতেখার আলী বাবুর সভাপতিত্বে হোটেল জেলিকোতে  ০৫ দিনের প্রশিক্ষন  অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিবের কেন্দ্রীয় সহ সভাপতি   মুহাম্মদ মনিরুজ্জামান । সভাপতি  তার বক্তব্যে বলেন নাসিব সরকারের সাথে মিলেমিশে উন্নয়নের কাজ করে যাচ্ছে। বাংলাদেশে উদ্যোক্তাদের সহযোগিতার জন্য এস এম ই ফাউন্ডেশন   কাজ করছে, বিসিক কাজ করছে, একটা সংগঠন মানুষের কাছে গেলে মানুষ উপকৃত হয়। নাসিব সেভাবে মানুষের কাছে যাচ্ছে।নাসিবের গুরুত্ব সরকার অনুধাবন করে বিসিক ও অন্যান্য  সংস্থা এক হয়ে কাজ করছে । সভাপতি আরো বলেন যে প্রশিক্ষন নিয়ে ঘরে বসে থাকলে হবে না নিজেদের স্বাবলম্বী হতে কাজ করতে হবে। জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫ জন প্রশিক্ষণার্থী এখানে প্রশিক্ষন নেন।