খুলনা থেকে দুই হাজার কেজি জেল-ইনজেক্টেড চিংড়িসহ ১৮ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাতে হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আসামিরা মাছের ওজন বাড়ানোর জন্য জেল ইনজেকট করে চিংড়ির একটি বড় চালান নিয়ে সাতক্ষীরা থেকে খুলনায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে ২-৩টি গাড়ি আটক করে তাদের আটক করে।
আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে র্যাব সূত্রে জানা গেছে।
—ইউএনবি
আরও পড়ুন
“বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন
টাঙ্গাইলে দুদকের গনশুনানী অনুষ্ঠিত
৭ দফা দাবিতে রংপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্মারকলিপি প্রদান