April 30, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 30th, 2025, 3:56 pm

খুলনায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা: খুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ হেলাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হেলাল রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সকাল ৮টা ৩০ মিনিটে সার্জারি বিভাগের ৯-১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত হেলালের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে। তিনি পেশায় খালাসী হিসেবে সাহা চন্দ্রপুর ঝুট প্রেসে কর্মরত ছিলেন। ঘটনার বিষয়ে দৌলতপুর থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত পদচারী সকাল আটটার কিছুক্ষণ আগে ট্রেন লাইন পার হচ্ছিলেন।  এ সময় তিনি ধাক্কায় মাটিতে পড়ে যান। তবে তিনি পায়ে এবং মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুরস্থ একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরো জানান।