খুলনা ব্যুরো:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত অনিমা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং ডেঙ্গু ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার সন্ধ্যায় বাগেরহাট জেলার মোল্লাহাটের অনিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৩ জন রোগীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
সোনাইমুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কুলাউড়ায় সভাপতির পদত্যাগ নিয়ে চা-শ্রমিকদের উত্তেজনা!
বর্তমান সরকার আওয়ামী স্বৈরাচারী সরকারের চাইতে বড় স্বৈরাচার- কাদের সিদ্দিকী