খুলনা জেলার পাইকগাছা উপজেলার সৈয়দখালী গ্রামে দিনমজুরের ঘর ভেঙে ও ধানের চারা উপড়ে ফেলে দিয়ে ইউনিয়ন সচিব মো: শামীমুজ্জান শেখ বসতভিটা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ ই আগস্ট ) এ সন্ত্রাসী হামলাটির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় তহমিনা বেগম (৫৫) বাদী হয়ে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।
বর্তমানে ভুক্তভোগীদের রেকর্ডীয় সম্পতি বসত ভিটার পথসহ জমির চার পাশে ঘিরে দিয়ে জোর করে দখল করছেন ইউনিয়ন সচিব মো: শামীমুজ্জান শেখ
। বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি এবং ৩০-৪০জন হেলমেট পরিহিত ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃদ্ধ মহিলাসহ ৪ জন গুরুতর আহত হন। এ ঘটনায় যেকোনো সময় প্রাণহানীসহ রক্তক্ষয়ী হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পর্যালোচনান্তে দেখা যায় মুন্সী আলী আকবর শেখ, পিতা: মোকিম শেখ, সাং:সৈয়দখালি, পোঃ সুরখালি, থানা: পাইকগাছা, জেলা: খুলনা- ৭৭ একর সম্পত্তির প্রিয়েমশন বাবদ মিস ৩৩৪/৭৪ নম্বর মোকদ্দমা করেন। যাহাতে মাননীয় আদালত প্রিয়েমশন নামঞ্জুর করিলে উক্ত মুন্সী আলী আকবর শেখ উক্ত রায়ের বিরুদ্ধে মিস আঃ ৩/৭৯ দায়ের করেন। যাহাতে দেখা যায় বিজ্ঞ আপীল আদালত নিম্ন আদালতের রায় বাতিল পূর্বক প্রিয়েমশন মঞ্জুর করেন।
এ ব্যাপারে ভুক্তভোগী বলেন, আমার বসতঘর, রান্না ঘর ভেঙে দিয়ে জোর করে জমি দখল করে হেলমেট পরা সন্ত্রাসীদের দিয়ে আমাদের হত্যা চেষ্টা করছেন। আমার লাগানো ধানের চারা উপড়ে ফেলে আমার বসত ভিটার পথসহ জোরপূর্বক দখল করে নিয়েছেন । ঘর ভেঙে ভিটা দখল করে নিলে স্ত্রী-সন্তানদের নিয়ে আমি কোথায় যাব।
এ ব্যাপারে দেলুটি ইউনিয়ন পরিষদের ৮ং ওয়ার্ড সদস্য রিংকু মন্ডলের সঙ্গে মুটোফোনে যোগাযোগ করলে বিষয়টা তিনি এড়িয়ে যান
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা জানান, বারবার উদ্যোগ নিয়েও ইউনিয়ন সচিব মো: শামীমুজ্জামানের অসহযোগিতার কারণে বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। ইউনিয়ন সচিব মো: শামীমুজ্জামান অন্যায়ভাবে মুর্শিদুল শেখ ও তার পরিবারকে উচ্ছেদের চেষ্টা করছেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বলেন, এ ব্যাপারে ২ পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে তদন্তসাক্ষেপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাসুম বিল্লাহ ইমরান
খুলনা ব্যুরো
আরও পড়ুন
জমকালো আয়োজন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে পালিত
সিলেটের ‘সাদা পাথর’ লুটপাট: সিআইডি অনুসন্ধান শুরু, ৫০ জনের সংশ্লিষ্টতা যাচাই
জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান