খুলনায় নবজাতক চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া শাহাজাদী ও তাঁর মা নার্গিস বেগমের জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খুলনা মহানগর দায়রা জজ আদালতে তাঁদের জামিন আবেদন করা হলে বিচারক মো. শরীফ হোসেন হায়দার বিশেষ বিবেচনায় তাঁদের জামিন মঞ্জুর করেন।
জানা যায়, জামিনের পর দুপুরে তাঁদের মুক্তি দেওয়া হয়। আইনজীবী শেখ রফিকুজ্জামান জানিয়েছেন, জামিনের আবেদন করে আদালতের আদেশের অনুলিপি তুলে খুলনা মহানগর দায়রা জজ আদালতে দাখিল করা হলে আদালত তা মঞ্জুর করেন।
খুলনা কারাগার কর্তৃপক্ষের জেলা মোহাম্মদ মুনীর হোসাইন জানান, জামিনের কপি আসার পর বেলা পৌনে দুইটায় নার্গিস বেগমকে কারাগার থেকে মুক্ত করা হয়। আর বেলা পৌনে তিনটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন শাহাজাদীকেও মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খুলনার একটি ক্লিনিক থেকে এক নবজাতক শিশু চুরি হয়ে যায়। এই ঘটনায় শাহাজাদী এবং তাঁর মা নার্গিস বেগমকে গ্রেপ্তার করা হয়।
এখন তাঁদের জামিন মঞ্জুর হওয়ায়, এই মামলার পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছে।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত