July 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 15th, 2025, 4:41 pm

খুলনায় পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবীতে মানববন্ধন

পুরাতন রেট সিডিউল বাতিল পূর্বক ৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যান সমিতি খুলনার উদ্যোগে মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে সমিতির নেতৃবৃন্দ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিকুঞ্জ, খিলক্ষেত, ঢাকা-১২২৯ চেয়ারম্যান বরাবর খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাধ্যমে স্মারকলিপি পেশ করেন।

উক্ত স্মারকলিপি পেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা পল্লী বিদ্যুৎ মিনি ঠিকাদার কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোঃ শাহেদুর রহমান মনি,  সঞ্চালনা করেন খুলনা পল্লী বিদ্যুৎ মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইমরান বিশ্বাস।

স্মারকলিপিতে উল্লেখ্য আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে মিনি ঠিকাদারী প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য সর্বদা কাজ করে যাচ্ছি। সিডর, আইলা, রিমেল এমনকি করোনা মহামারীর সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ সচল রেখেছি। অতীতে এবং বর্তমানে আমরা যে কোন দুযোর্গ মোকাবেলা করে বিদ্যুৎ সচল রেখেছি, যেমন। বর্তমানে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, খুলনা এবং যশোরসহ বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির কারনে ও বন্যায় ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন জরুরি ভিত্তিতে রক্ষানাবেক্ষণ করে বিদ্যুৎ সচল রাখতে আমাদের সকল মিনি ঠিকাদারী প্রতিষ্ঠান দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। আমাদের সকল মিনি ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রায় ১০ (দশ) হাজার জনবল যদি দিন-রাত পরিশ্রম না করতো  বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি আজ জনগনের আস্থা অর্জন করেতে সক্ষম হতো না।কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মিনি ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো দিন দিন অবহেলিত হচ্ছে। বর্তমান বাজার মূল্যের যে উর্দ্ধগতি হয়তবা আমাদের প্রতিষ্ঠানগুলি টিকে রাখা সম্ভব হবে না

বাংলাদেশের সব কিছুর দাম বৃদ্ধি পায় কিন্তু আমাদের ঠিকাদারী প্রতিষ্ঠানের সিডিউলের রেট বৃদ্ধি পায় না। ইতিপূর্বে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আর্কষন করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যান সমিতির কেন্দ্রিয় কমিটি সিডিউলের রেট বৃদ্ধির জন্য বার বার চিঠি দেয়া সত্ত্বেও কোন প্রকার সমাধান পাই নাই। বিধায় আমরা ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত মিনি ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে অবগত করছি যে, যথাযথ কর্তৃপক্ষের (চেয়ারম্যান মহোদয়) নিকট আলাপ আলোচনা পূর্বক অতিদ্রুত আমাদের বেঁচে থাকার তাগিদে ৮০% রেট সিডিউল বৃদ্ধির জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত মিনি ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো একযোগে কর্মবিরতির মত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।এসময় উপস্থিত ছিলেন সমিতির সকল ঠিকাদারবৃন্দ।

মাসুম বিল্লাহ ইমরান

খুলনা