April 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 17th, 2025, 10:53 am

খুলনায় পাইপ লাইনের দাবিতে স্মারকলিপি প্রদান

খুলনা প্রতিনিধি: ভোলা-বরিশাল-খুলনার পাইপ লাইনে গ্যাসের রুট পরিবর্তনের প্রতিবাদে এবং খুলনায় দ্রুত পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির উদ্যোগে খুলনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বুধবার সকাল ১১ টায়া বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান এর সভাপতিত্বে   অবস্থান কর্মসূচি ও ফারুক লিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময়ে বক্তারা বলেন  খুলনার কোন কিছুই আন্দোলন ব্যতীত গড়ে ওঠে নাই, আন্দোলন না করে সাধারণভাবে কখনো কিছু আমরা পাইনি, আমি মনে করি আরো একটি বড় আন্দোলন গড়ে তোলা দরকার, কারণ কলকারখানায় সব বন্ধ হয়ে গেছে, খুলনা নগরী এখন মৃত নগরীতে পরিণত হয়েছে, আমরা যদি সোচ্চার না হই আমরা যদি আন্দোলন না করি, তাহলে কখনো আমরা পাইপ লাইনে গ্যাস পাবনা, দলমত নির্বিশেষে কঠোর কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিন ধরে খুলনার দাবি নিয়ে যে আন্দোলন করছে পাইপ লাইনে গ্যাস আনার বিষয়ে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে,  বাংলাদেশের দুইটি বন্দর আছে একটা চট্টগ্রাম আর একটা মংলা, কিন্তু বাংলাদেশের এই মংলা বন্দরে ইনভেস্টমেন্ট আসে না কারণ এখানে যাতায়াত ব্যবস্থা ভালো না, বন্দরকে সচল করতে হলে প্রয়োজন একটি বিমানবন্দর, বিমানবন্দরের প্রস্তাব জানিয়ে খুলনার ফোর লাইনের রাস্তা  প্রকল্প অনুযায়ী সম্পূর্ণ করার জন্য অনুরোধ করে আজকের এই দাবির সাথে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে একত্ববাদ প্রকাশ করে এবং আগামীতেও আপনাদের সাথে থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য শেষ করেন।

কিছুদিন আগে একটি কুইজ প্রতিযোগিতা হয়েছে সেখানে প্রশ্ন ছিল যে কোন বিভাগে গ্যাস বিমানবন্দর নেই, সেখানে অধিকাংশ লোক বলেছে খুলনা বিভাগে, আমি মনে করি জেলা প্রশাসক খুলনায় অবস্থান কর্মসূচি দিয়ে কোনও লাভ নেই, আমাদের অবস্থান কর্মসূচি দিতে হবে যেখান থেকে পাইপলাইন ঘুরে চলে গিয়েছে সেই ভোলায় এবং বিভিন্ন নেতাকর্মী তাদের বক্তব্যে উল্লেখ করেন খুলনার এই দাবি আদায় করতে হলে খুলনার দুইটি প্রবেশ দ্বার বন্ধ করে অবস্থান কর্মসূচি দিতে হবে, তাহলে আমাদের এই দাবি পূরণ সম্ভব হবে, যতদিন আমাদের এই দাবি মানা হবে না ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খুলনা জাতীয়তাবাদী দল (বিএনপি) মহানগর শাখার সভাপতি জনাব এডভোকেট শফিকুল আলম মনা, জাতীয়তাবাদী দল (বিএনপি) মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব জনাব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, এখন টিভির খুলনা প্রতিনিধি জনাব তরিকুল ইসলাম, খুলনা মহানগর জামায়াতে ইসলামের আমির  মাহফুজুর রহমান, খুলনা নাগরিক সমাজের সভাপতি ও জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক নেতা  অ্যাডভোকেট রাকিবুল আলম সাচ্চু, খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, বাংলাদেশ  জামায়াতে ইসলাম   মহানগর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, বৃহত্তর খুলনায় উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ রেহেনা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।

বৃহত্তর খুলনা সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফু উজ  জামান তার সমাপনী বক্তব্যে বলেন আমাদের এই দাবি মানা না হলে খুব শীঘ্রই আগামী মাসের গণ অন্বেষণ কর্মসূচি  পালন করবে মর্মে সবাইকে ধন্যবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি ১২:১০ ঘটিকায় সমাপ্তি ঘোষণা করেন। পরবর্তীতে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে ১২:১৫ ঘটিকায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।