মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:
পরিবেশবান্ধব পাট শিল্পের উৎপাদনশীলতা ও জাতীয় অর্থনীতিতে অবদান বাড়াতে পাটখাতের আমূল পরিবর্তন করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে খুলনায় ২৫ নভেম্বর সোমবার ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে শেরে বাংলা রোডে সমাজসেবা সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর নাসিবের সভাপতি ইফতেখার আলী বাবুর সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আবিদা সুলতানার উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মহা পরিচালক মেসবাহুল আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের পরিচালক আরিফুজ্জামান আরো উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা রিপন সাহা,গবেষণা কর্মকর্তা আশিকুল হক প্রমুখ। এসময়ে সভাপতি তার বক্তব্যে বলেন যে পলিথিন নিষিদ্ধ হয়েছে তাই পাটের ব্যবহার বাড়াতে হবে। এজন্য আজকের একদিনের এই কর্মশালা যথেষ্ট না। মানুষকে পাটের ব্যবহার উদবুদ্ধ করতে হবে।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ