মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:
পরিবেশবান্ধব পাট শিল্পের উৎপাদনশীলতা ও জাতীয় অর্থনীতিতে অবদান বাড়াতে পাটখাতের আমূল পরিবর্তন করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে খুলনায় ২৫ নভেম্বর সোমবার ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে শেরে বাংলা রোডে সমাজসেবা সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর নাসিবের সভাপতি ইফতেখার আলী বাবুর সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আবিদা সুলতানার উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মহা পরিচালক মেসবাহুল আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের পরিচালক আরিফুজ্জামান আরো উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা রিপন সাহা,গবেষণা কর্মকর্তা আশিকুল হক প্রমুখ। এসময়ে সভাপতি তার বক্তব্যে বলেন যে পলিথিন নিষিদ্ধ হয়েছে তাই পাটের ব্যবহার বাড়াতে হবে। এজন্য আজকের একদিনের এই কর্মশালা যথেষ্ট না। মানুষকে পাটের ব্যবহার উদবুদ্ধ করতে হবে।
খুলনায় পাট শিল্প সেক্টরের উৎপাদনশীলতা বৃদ্ধির চ্যালেঞ্জ ও করনীয় শীর্ষক কর্মশালা

আরও পড়ুন
বন্যপ্রাণীর তাণ্ডব! ফসল বাঁচাতে মাঠেই রাত কাটাচ্ছেন কমলগঞ্জের কৃষকরা
জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী পরির্বতনের দাবিতে গণমিছিল
সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমানউল্লাহ আমান