April 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 25th, 2025, 3:30 pm

খুলনায় পিকচার প্যালেস সুপার মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

খুলনা, প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, মহামারি, অগ্নিকান্ডের মতো ভয়াবহ গজবসমূহ আমাদের ওপর চেপে বসেছে। আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের মাঝে মধ্যে বিপদ ও দুর্যোগে ফেলেন, আবার তিনিই আমাদের বিপদ থেকে উদ্ধার করেন। এর মাধ্যমে তিনি মূলত আমাদের পরীক্ষা করে থাকেন। কোনো বিপদই স্থায়ী থাকে না। আল্লাহর পরীক্ষা শেষ হলে বিপদও কেটে যায়। তাই এ অবস্থায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি করে সাহায্য চাইতে হবে। এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়ানোর দায়িত্ব মূলত সরকারের। তারপরও এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন হিসেবে বরাবরই জনগণের যেকোনো বিপদ-আপদে সামর্থ্যের সবটুকু উজাড় করে তাদের পাশে থাকার চেষ্টা করছে। বাংলাদেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর এই গণমুখী প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি নগরীতে প্রতিনিয়ত এ ধরনের অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার কারণ অনুসন্ধান ও পুনরাবৃত্তি রোধে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহবান জানান। খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তা করাকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম,  মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন ও শেখ মো. অলিউল্লাহ, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সেক্রেটারি মো. আব্দুস সালাম, ২৩ নং ওয়ার্ড মাওলানা সাব্বির হোসেন তরফদার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেক্রেটারি জেনারেল আরও বলেন, দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। এই ঈমানি দায়িত্ববোধ থেকেই আমরা আপনাদের জন্য সাধ্যমত নগদ আর্থিক সহযোগিতা নিয়ে ছুটে এসেছি। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থেকে জামায়াতে ইসলামীকে একটি মযবুত সংগঠনে দাঁড় করতে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। জামায়াতে ইসলামী অতীতে জাতির সকল দুর্যোগে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি বলেন, সব ধরনের বিপদাপদ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। পবিত্র কুরআন মাজিদের বাণী ‘আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সাথে রয়েছেন।’ তাই আমাদের দায়িত্ব সকল বালা-মুসিবতে ধৈর্য ধারণ করা এবং একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া।
উল্লেখ্য, ১৯ মাচ বুধবার ভোরে নগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে মার্কেটের ৪৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া এসব দোকানে কসমেটিকস, জামা-কাপড়, জুতা ও ব্যাগসহ ঈদ উপলক্ষে নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসে ছিলেন দোকানিরা। ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা  হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে একবছর ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা। ভয়াবহ এ অগ্নিকান্ডে ঈদের আগে ব্যবসায়ীদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাওয়ায় অনেককে আর্তনাদ করতে দেখা গেছে।