July 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 14th, 2025, 11:04 am

খুলনায় ফিল্ম স্টাইলে খাদ্য কর্মকর্তাকে অপহরণ,অতঃপর উদ্ধার

খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে রোববার (১৩ জুলাই) আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে সুশান্ত কুমার মজুমদার নামের একজন খাদ্য পরিদর্শককে ফিল্ম স্টাইলে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়।

পথচারীদের ধারণকৃত মোবাইলে অপহরণের একটি ভিডিও মুহূর্তের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তাৎক্ষণিকভাবে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে নামে।

তাৎক্ষণিকভাবে আপহৃত খাদ্য পরিদর্শকের স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় লিখিত অভিযোগে করেন। অভিযোগে তিনি বলেন, মোঃ রেজা ও বাবু মন্ডল নামের দুই ব্যক্তি এবং সঙ্গে আরও তিনজন তার স্বামীকে অপহরণ করেছে।

সুশান্ত কুমার মজুমদার ৪ নং ঘাটের খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। অপহরণের পর হতে সুশান্ত কুমার মজুমদারের ব্যবহৃত মোবাইল নম্বর দুটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে তার স্ত্রী দাবি করেন।

ইতোপূর্বে বাবু মণ্ডল উক্ত পরিদর্শকের নিকট কয়েকবার টাকা দাবি করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। কিন্তু খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানান।

এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানে প্রায় সাড়ে ৫ ঘণ্টার ব্যবধানে তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের বিএরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার হয় সুকান্ত কুমার।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, রাত সাড়ে বারোটার দিকে অপহৃত খাদ্য পরিদর্শক সুকান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে খুলনা থানা পুলিশ।