খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় খুলনা মহানগরীর সিএসএস আভা সেন্টারে বিকেবি খুলনা বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত ৩০ জুন,২০২৫ ভিত্তিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী।
এর আগে সকাল ১০টায় ব্যাংকের কর্মকর্তাদের দুর্ভোগ কমাতে প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে জনবল কাঠামো দক্ষ ও শক্তিশালী করার অংশ হিসেবে মহানগরীর শিববাড়ী মোড়ে বিভাগীয় কার্যালয় ভবনের চতুর্থ তলায় নতুন একটি আঞ্চলিক স্টাফ কলেজের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক। এসময় খুলনা আঞ্চলিক স্টাফ কলেজের অধ্যক্ষ মো.আসলাম হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এরপর ব্যবসায়িক সম্মেলনে গত অর্থ বছরে বিভিন্ন সূচকে অর্জিত সফলতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ব্যব¯’াপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী বলেন,‘সেবামূলক প্রতিষ্ঠানে যদি সেবার মান উন্নত হয়, তবেই সেই প্রতিষ্ঠানকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আমানত বৃদ্ধিকে সর্বো”চ অগ্রাধিকার দিয়ে স্ব”ছতা ও জবাবদিহি নিশ্চিত করে বিকেবিকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি শ্রেণীকৃত ঋণ আদায়ের মাধ্যমে পারফরমিং অ্যাসেট বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।’
একই অনুষ্ঠিত মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আইন ও বিধিমালা সম্পর্কে কর্মকর্তাদের এএমএল-সিএফটি বিষয়ক ওয়ার্কশপ ও বামেলকো কনফারেন্সে তিনি আরো বলেন,‘ আর্থিক অনিয়ম কিংবা অপরাধ উদ্ঘাটিত হলে দেখা যায়, অপরাধীদের সহায়তাকারী হিসেবে ব্যাংকারদের নাম চলে আসে। তাই মানি লন্ডারিং প্রতিরোধ করতে হলে আর্থিক প্রতিষ্ঠানের কর্র্মীদের মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদের অর্থায়ন এএমএল-সিএফটি সংক্রান্ত আইন ও নিয়মকানুন সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে গ্রাহকের পরিচিতি যাচাই, ঝুঁকিপূর্ণ লেনদেন শনাক্তকরণ এবং অস্বাভাবিক কার্যকলাপ পর্যবেক্ষণে দক্ষতা অর্জন করার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করার নির্দেশনা দেন তিনি’।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক-১ মো.আঃ রহিম বলেন,‘ নো-কস্ট ও লো-কস্ট আমানত সংগ্রহ করার মধ্য দিয়ে আমানতের একটি সুদৃঢ় ভিত্তি তৈরি করে সুদ ব্যয় হ্রাসকরণের মাধ্যমে ব্যাংকটিকে টেকসই এবং লাভজনক পর্যায়ে উন্নীতকরণের ওপর জোর গুরুত্ব দিতে হবে। সততা ও পেশাদারিত্বের সঙ্গে প্রতিষ্ঠানের বিধি-বিধান ও সার্কুলার মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ের পরামর্শ প্রদান করেন তিনি।’
উপ ব্যবস্থাপনা পরিচালক-২ মোঃ খালেদুজ্জামান বলেন,‘ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতেতে বাংলাদেশ ব্যাংক ও বিকেবি’র নিয়মনীতি মেনে চলার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। উন্নত গ্রাহক সেবা, কর্মপরিবেশ উন্নতকরণ ও কর্মদক্ষতার উন্নয়নের মাধ্যমে আগামীতে বিকেবি যাতে আরো সফলতা অর্জন করে সেজন্য তিনি সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহব্বান জানান তিনি।’
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-প্রশাসন মহা ব্যবস্থাপক বিভাগের মহা আবু সাঈদ মো. রওশানুল হক, পরিকল্পনা ও পরিচালন মহা ব্যবস্থাপক
আশরাফুজ্জামান খান, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের উপমহা ব্যবস্থাপক এফএম এ রহিম প্রমুখ।
এ সময় খুলনা বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, উপমহা ব্যবস্থাপক বৃন্দ, বিভাগের বিভিন্ন মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আঞ্চলিক ব্যবস্থাপক ,আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, শাখাসমূহের ব্যবস্থাপক গণ ও দ্বিতীয় কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক (দায়িত্বে) মো. আবু হাশেম মিয়া।
মাসুম বিল্লাহ ইমরান
খুলনা ব্যুরো
আরও পড়ুন
নড়াইলে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ৪
বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গনমুখী দল। -আতিকুর রহমান মুজাহিদ
সাবেক মন্ত্রী মরহুম আব্দুল আলিমের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল